আল-আকসা কম্পাউন্ডে প্রবেশ করে ‘উস্কানি’ সৃষ্টি ইসরাইলি নেতার

ফাতেহ ডেস্ক:

জেরুজালেমের আল-আকসা মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন ইসরাইলের ডানপন্থী নেতা ইতামার বেন-গভির। মঙ্গলবার তার সফর উপলক্ষে কম্পাউন্ডের মধ্যে ব্যাপক সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। ফিলিস্তিনিরা বরাবরই আল-আকসা মসজিদে ইহুদীদের এ ধরণের প্রবেশকে ‘উস্কানি’ বলে আখ্যায়িত করে থাকে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

এদিকে গাজার সশস্ত্র সংগঠন হামাস হুমকি দিয়ে জানিয়েছে, বেন-গভিরের এই সফর রেড লাইন অতিক্রম করবে। এর জবাবে বেন-গভির বলেন, ইসরাইল সরকার হামাসের হুমকির কাছে আত্মসমর্পণ করবে না। বহুদিন ধরেই এই ডানপন্থী নেতা ইহুদিদের আল-আকসায় প্রবেশের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তবে ফিলিস্তিনিদের আশঙ্কা, এভাবে ইহুদিদের বাধাহীন প্রবেশের কারণে আস্তে আস্তে এই কম্পাউন্ড ইসরাইলের নিয়ন্ত্রণে চলে যাবে।

এদিকে ইহুদিদের প্রধান ধর্মীয় নেতারা এই কম্পাউন্ডে ইহুদিদের প্রার্থনা করা থেকে বিরত থাকতে বলেন। তবে ডানপন্থী রাজনীতিকরা বিষয়টিকে তাদের রাজনৈতিক এজেন্ডায় পরিণত করেছেন। এমনই এক রাজনীতিবিদ বেন-গভির। তিনি টুইটারে লিখেছেন, এই পবিত্র স্থান সকলের জন্য উন্মুক্ত। হামাস যদি মনে করে, তাদের হুমকিতে ভয় পেয়ে আমি পিছু হটবো তাহলে তাদের জেনে রাখা উচিৎ যে, সময় বদলে গেছে।

আগের সংবাদভারত থেকে বিদ্যুৎ আসবে মার্চে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদজরুরি পণ্য আমদানিতে ১০০ টাকায় বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রি