আহমাদ সাব্বিরের ‘কিংবদন্তির কথা বলছি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন

আহমাদ সাব্বিরের ‘কিংবদন্তির কথা বলছি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন

ফাতেহ ডেস্ক :

মোড়ক উন্মোচন হয়ে গেলো সম্ভাবনাময় তরুণ লেখক আহমাদ সাব্বিরের প্রথম বই ‘কিংবদন্তির কথা বলছি’। গতকাল (২৯ নভেম্বর) বিকেলে বাইতুল মোকাররমের দক্ষিণ প্রাঙ্গণে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়।

মাওলানা মুহিউদ্দিন খান রহমাতুল্লাহি আলাইহির জীবন-ভাষ্যকে ফিকশনের আঙ্গিকে, গল্পের টোনে বলেছেন আহমাদ সাব্বির। ফিকশনধর্মী এই জীবনীগ্রন্থটি প্রকাশ করেছে নাশাত পাবলিকেশন।

পাঠকের কাঠগড়ায় দাঁড়িয়ে আহমাদ সাব্বির বলেন, ‘এই বইয়ে মাওলানা মুহিউদ্দিন খানের পুরো জীবন তুলে আনা হয়নি, আর এ কয়েক পৃষ্ঠায় তা সম্ভবও না। কিন্তু নতুন এক আঙ্গিকে যে কারো জীবনী লেখা যায়, তাই কেবল পাঠকের সামনে তুলে আনতে চেয়েছি। গল্পের টোনে বলে গেছি মাওলানার জীবন-ভাষ্য। এই গল্পের মধ্য দিয়েই পাঠক পরিচিত হয়ে উঠবেন একজন শক্তিশালী আলেম সাহিত্যেক মাওলানা মুহিউদ্দিন খানের সঙ্গে। জেনে উঠবেন তার জীবনের লড়াইয়ের বৃত্তান্ত।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনুবাদক ও লেখক কাজী আবুল কালাম সিদ্দীক, ফাতেহ টুয়েন্টি ফোরের সম্পাদক ইফতেখার জামিল, সম্পাদক ও লেখক আব্দুল্লাহ আল মাসউদ। এছাড়াও তরুণ লেখক আহমাদ সাব্বিরকে সাহস দিতে উপস্থিত হয়েছিলেন শতাধিক সাহিতবোদ্ধা পাঠক।

আগের সংবাদসিলেট শাহি ঈদগাহে সিনেমার গানের শ্যুটিং, ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল
পরবর্তি সংবাদজিম্বাবুয়েতে মানবসৃষ্ট দুর্ভিক্ষের কবলে ৮ মিলিয়ন মানুষ