ইইউ’র সদস্য হতে তুরস্ককে ইউক্রেনের মতো করে দেখা হোক: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনকে যেভাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা হয়েছে, তুরস্কের বিষয়টিকেও সেভাবে দেখার আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। মঙ্গলবার রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনের ক্ষেত্রে আমরা ইউরোপীয় ইউনিয়নের যে সংবেদনশীলতা দেখতে পাচ্ছি, তা তুরস্কের ক্ষেত্রেও দেখানো হোক। এ খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

খবরে জানানো হয়, ১৯৮৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ চেয়ে আসছে তুরস্ক। তবে এখনো দেশটিকে সদস্য পদ দেয়নি ইইউ। এ নিয়ে এরদোগান বলেন, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ইউরোপীয় পার্লামেন্টে করতালি দেয়া হচ্ছে, এটি খুবই ভাল। এ জন্য তার দেশকে বিপর্যয়ে পড়তে হয়েছে। তুরস্ক সেই বিপর্জয়ের জন্য অপেক্ষা করতে পারে না। এসময় তিনি মনে করিয়ে দেন যে, তুরস্ক একটি ন্যাটোভুক্ত রাষ্ট্র।

এরপর এরদোগান প্রশ্ন করেন, তারপরেও কেনো তুরস্কের প্রয়োজন অনুযায়ী সামরিক সরঞ্জাম দেয়া হয় না?

আগের সংবাদজাতিসংঘে ইউক্রেন প্রশ্নে নিরপেক্ষ অবস্থানে বাংলাদেশ
পরবর্তি সংবাদইউক্রেনে ৪৯৮ রুশ সেনা নিহত, আহত দেড় হাজারের বেশি: মস্কো