ইউক্রেনে ৬ সাংবাদিক নিহত, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে রাশিয়ার হামলায় ছয় সাংবাদিক নিহত হয়েছেন। এ সময়ে আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা প্রেস এম্বলেম ক্যাম্পেইন (পিইসি)।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

পিইসি এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি ঘটনায় সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে। কেউ রকেট হামলায় কেউবা গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে তিনজন প্রাণ হারিয়েছেন কিয়েভের কাছের শহর ইরপিনে যুদ্ধের সংবাদ সংগ্রহের সময়।

পিইসির তথ্যমতে, দক্ষিণ ইউক্রেনে রুশ বাহিনী দুই সাংবাদিককে অপহরণ করেছে।

উল্লেখ্য, গত ১৬ মার্চ ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলায় যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের ক্যামেরাম্যান পিয়েরে জাকরজেভস্কি ও সাংবাদিক ওলেক্সান্দ্রা কুভশিনোভা নিহত হন। এর আগে গত ১৩ মার্চ কিয়েভের কাছের শহর ইরপিনে গুলিবিদ্ধ হয়ে মার্কিন সাংবাদিক ব্রেন্ট রেনড (৫২) নিহত হন।

আগের সংবাদএপ্রিলে ভারতে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদ১১টি রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন জেলেনস্কি