
আন্তর্জাতিক ডেস্ক :
সংসদে ইরাকি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রীসভা।
তবে এখনই পদত্যাগ করছেন না প্রধানমন্ত্রী আব্দুল মাহদী। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
এদিকে, আন্দোলকারীরা এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলেও, তা যথেষ্ট নয় বলছে। গোটা সরকার ব্যবস্থাই দুর্নীতিগ্রস্ত অভিযোগ করে, পরিবর্তন দাবি করছে তারা।
প্রসঙ্গত, ইরাকে চলমান বিক্ষোভের মুখে শনিবার সংসদে পদত্যাগপত্র জমা দেন আদেল আব্দুল মাহদী। বৃহস্পতিবারও ইরাকজুড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪৫ জন নিহত হয়।