ইরাকে দূতাবাস বন্ধ করে দেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:

ইরাক সরকার বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে রকেট হামলার ঘটনা ঠেকাতে না পারলে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস বন্ধ করে দেবে। একজন মার্কিন সরকারি কর্মকর্তার বরা এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

খবরে বলা হয়েছে, সপ্তাহখানেক আগে প্রেসিডেন্ট বাহরাম সালিহকে ফোন করে এই হুমকি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বাগদাদ থেকে কূটনীতিক কর্মীদের সরিয়ে নিতে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে প্রস্তুতি শুরু করেছে ওয়াশিংটন।

ইরাক থেকে কূটনীতিক প্রত্যাহারের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের তরফে বলা হয়, ‘ইরান সমর্থিত গ্রুপগুলো আমাদের দূতাবাসে যে হামলা চালাচ্ছে তা কেবল আমাদের জন্য বিপদজনক নয় বরং ইরাক সরকারের জন্যও।’

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশই ইরান কিংবা যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে রয়েছে। কিন্তু এক্ষেত্রে বিরল ব্যতিক্রম ইরাক: ওয়াশিংটন ও তেহরান উভয়ের সঙ্গেই নিবিড় যোগাযোগ রয়েছে তাদের। আর সেকারণেই দেশটি দীর্ঘমেয়াদি ওয়াশিংটন-তেহরান ছায়াযুদ্ধ ক্ষেত্রে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এ বছরের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্র হত্যা করে। জবাবে ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তারপর অবশ্য ইরাকের ক্ষমতা নিয়েছেন নতুন এক প্রধানমন্ত্রী। তাকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরাকের শক্তিশালী শিয়া মতালম্বী সশস্ত্র গ্রুপগুলোর সঙ্গে এখনও নিবিড় যোগাযোগ রেখে চলেছে তেহরান।

আগের সংবাদউইঘুরদের পর এবার উতসুল মুসলিমদের ওপর চীনের নির্যাতন
পরবর্তি সংবাদ‘আজারবাইজানের ভূমি থেকে আর্মেনিয়ার সরে যাওয়া উচিত’