ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হওয়ার আহ্বান তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক

নেতানিয়াহু জর্ডান উপত্যকা দখলের যে ঘোষণা দিয়েছেন তা অবৈধ ও অগ্রহণীয় বলে মন্তব্য করেছে আঙ্কারা। বুধবার এক বিবৃতিতে আইনের মৌলিক নীতি লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুসোগ্লু ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনিদের প্রতি সব সময় তুরস্কের সমর্থন রয়েছে, তাদের স্বাধীনতার সংগ্রামকে সমর্থন করে আঙ্কারা।

এর আগে মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেন, ইসরাইলের আসন্ন স্থানীয় নির্বাচনে জয়ী হলে তার সরকার জর্ডান উপত্যকা দখল করবে। এ ছাড়া পশ্চিম তীরের সব এলাকায় ইহুদি বসতি স্থাপন করা হবে।

নেতানিয়াহুর ওই বক্তব্যের পর আরব দেশগুলোতে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। ওই ঘোষণার পর আরব লীগ নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। সৌদি আরবও আলাদা বিবৃতি দিয়ে ওআইসির জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।

এ ছাড়া ফিলিস্তিন ও জর্ডানও দখলদার ইসরাইলের ঘোষণায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সেইসঙ্গে তারা সতর্ক করে বলেছে, দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রীর এ ঘোষণা পুরো অঞ্চলকে সহিংসতার দিকে ঠেলে দিতে পারে।

প্রসঙ্গত, জর্ডান উপত্যকায় সাড়ে ৯ হাজার ইহুদির সঙ্গে ৭০ হাজার ফিলিস্তিনি দুঃসহ জীবনযাপন করছেন। অথচ ইসরায়েল দাবি করছে, এ উপত্যকাটি তাদের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আগের সংবাদরোহিঙ্গা সমাবেশের তদন্ত প্রতিবেদনে যা বলেছে কক্সবাজার জেলা প্রশাসন
পরবর্তি সংবাদধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় একইসঙ্গে কাজ করবে আল-আজহার ও মিশরের ধর্ম মন্ত্রণালয়