ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার প্রতিশ্রুতি ওমানের

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার প্রতিশ্রুতি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দিয়েছে ওমান। সামা নিউজ এ খবর জানিয়েছে।

ইসরাইলি চ্যানেল ১২, সামা নিউজ জানায়, ইসরাইলি বিমানকে ওমান তার আকাশের ওপর দিয়ে উড্ডয়নের অনুমতি দেয়ার পর দেশটি এই প্রতিশ্রুতি দেয়।

চ্যানেল ১২ জানঅয়, এই প্রতিশ্রুতির বিনিময়েই ইসরাইলি এয়ারলাইন্সগুলোর জন্য আকাশপথ খুলে দেয়ার ওমানি সিদ্ধান্তের নিন্দা করেনি ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেন ঘোষণা করেন, ওমান তার আকাশপথ দিয়ে ইসরাইলি বিমান চলাচলের অনুমতি দিয়েছে। তিনি একে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করে জানান, এর ফলে এশিয়ার বিভিন্ন দেশে আরো কম সময়ে চলাচল করতে পারবে ইসরাইলি বিমান।

সূত্র : মিডল ইস্ট মনিটর

আগের সংবাদবাংলাদেশি হাজিদের বিমানভাড়া এত বেশি কেন?
পরবর্তি সংবাদরমজানে দুই ধাপে টিসিবির পণ্য পাবে নিম্ন আয়ের মানুষ