
ফাতেহ ডেস্ক:
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এবং তার একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানও করোনাভাইরাসে আক্রান্ত বলে পরীক্ষার ফলাফলে জানা গেছে।
শুক্রবার মন্ত্রীর পিআরও দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার মন্ত্রি, তার স্ত্রী এবং পিএসের নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তারা এখন সুস্থ আছেন। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনাভাইরাস আক্রান্ত হন। গত সপ্তাহে তার সংক্রমণ শনাক্ত হওয়ার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
-এ