কাশ্মীরে ভারতীয় সন্ত্রাসবাদ বন্ধের দাবীতে ইসলামী ছাত্র খেলাফতের মানববন্ধন

ফাতেহ ডেস্ক

কাশ্মীরে ভারতীয় সন্ত্রাসবাদ বন্ধের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ।

সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু জাফর সালেহের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আবুল হাসিম শাহীর পরিচালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কাশ্মীর থেকে অবিলম্বে দখলদার ভারতের নিযুক্ত সব সৈন্য প্রত্যাহারের দাবি জানান বক্তারা। তারা বলেন, কাশ্মীরিদের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়া অন্যায় হয়েছে। সেখানে সৈন্যসমাবেশ করা হয়েছে। সাধারণ মানুষের মতামত প্রকাশের অধিকার কেড়ে নেয়া হয়েছে। আমরা কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান চাই।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ঐক্যজোটের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনছারুল হক ইমরান। আরও বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ ফরহাদ, দপ্তর সম্পাদক ইলিয়াছ, বাইতুল মাল সম্পাদক আল আমিন, ছাত্র কল্যাণ সম্পাদক তকদির হোসাইন, খুলনা বিভাগীয় সম্পাদক মাহমুদুল হাসান সাহেদী, ময়মনসিংহ বিভাগীয় সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকা মহানগর সম্পাদক সানাউল্লাহ, সহ-সভাপতি শরিফুল হায়দার, কেন্দ্রীয় ছাত্রনেতা ফয়জুর রহমান ফয়েজ, নিয়ামতুল্লাহসহ নগরছাত্র নেতৃবৃন্দ।

আগের সংবাদজুলাই মাসেই ঘটেছে ১৭০টি ধর্ষণ : বাংলাদেশ মহিলা পরিষদ
পরবর্তি সংবাদ‘মজলুম কাশ্মীরিদের বদ দুআয় মোদি সরকারের রাজত্ব তছনছ হবে ইনশাআল্লাহ’