কাশ্মীর নিয়ে আল্লামা তাকি উসমানীর টুইট

আল্লামা তাকী উসমানী

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীর নিয়ে এবার টু্ইট করেছেন মুসলিম বিশ্বের সর্বজন শ্রদ্ধেয় আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানী। ৮ অগাস্ট রাত ২.০০টায় ভারতের বিরুদ্ধে গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এই টুইট করেন তিনি।

টুইট বার্তায় কাশ্মীরের মজলুম মানুষের প্রতি সাহায্যের আবেদনও জানিয়েছেন তিনি।

টুইটে আল্লামা তাকি উসমানী বলেন, ‘মুসলিম বিদ্বেষী ভারত সরকার প্রতি সপ্তাহে শত শত কাশ্মীরীকে হত্যা করছে। ভারত কাশ্মীরকে আরেক ফিলিস্তিন বানাতে চায়। কাশ্মীর থেকে মুসলমানদেরকে তাড়িয়ে সেখানে হিন্দুদের বসতি স্থাপন করতে চায়। কাশ্মীর আজ আহাজারি করে মুসলিম বিশ্বের কাছে জানতে চায়, কেন তাদের রক্ষার জন্যে মুসলিম বিশ্ব সরব হচ্ছে না? কেন আরব জাতি এখনও ঘুমিয়ে আছে?’

আগের সংবাদ‘কাশ্মীর ইস্যু ভারতের আভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশ এ নিয়ে কোনো মন্তব্য করবে না’
পরবর্তি সংবাদগুগলে ভারতীয়দের টপ সার্চলিস্ট : ‘ম্যারি কাশ্মীরি গার্ল’, ‘কাশ্মীরি গার্ল পিক’