চলে গেলেন দারুল উলুম ওয়াকফ দেওবন্দের সাবেক প্রধান মুফতি

দারুল উলুম ওয়াকফ দেওবন্দের সাবেক প্রধান মুফতি র ইন্তেকাল

ফাতেহ ডেস্ক :

ভারতের দারুল উলুম ওয়াকফ দেওবন্দের সাবেক প্রধান মুফতি মাওলানা ফজলুর রহমান হেলাল উসমানী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তিনি ইন্তেকাল করেন। দারুল উলুমের মিডিয়া সেল এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, দারুল উলুমের মাকবারায় তাকে দাফন করা হবে।

মরহুম মাওলানা ফজলুর রহমান হেলাল উসমানী ভারতের প্রসিদ্ধ একজন আলেম ও গবেষক লেখক ছিলেন। একাধারে ৫০ টিরও বেশি পত্রিকায় তিনি লেখালেখি করেছেন। তার কলমে হাজারো ফতোয়া লিখিত হয়েছে।

এছাড়াও মরহুম মাওলানা পাঞ্জাবের মালির কোটলায় প্রধান মুফতি হিসেবে দীর্ঘদিন ধরে খেদমত করছিলেন। পাশাপাশি মুসলিম পার্সনাল ল’ বোর্ডের নির্বাহী সদস্যও ছিলেন তিনি।

আগের সংবাদঅনুপ্রবেশকালে মহেশপুর সীমান্তে ২ দালালসহ আটক ১৬
পরবর্তি সংবাদসেই প্রতিবেদনের জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাইল যমুনা টেলিভিশন