ছাদ থেকে পড়ে মালিবাগ মাদরাসার মুহাদ্দিসের মৃত্যু

ফাতেহ ডেস্ক :

রাজধানীর জামিয়া শরইয়্যাহ মালিবাগ মাদরাসার মোহাদ্দিস মাওলানা ফখরুল ইসলাম বাড়ির ছাদ থেকে পড়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রাত সাড়ে দশটার দিকে তিনি ইন্তেকাল করেন।

মাওলানা ফখরুল ইসলামের ফুফাতো ভাই ও রাজধানী জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার শিক্ষক মাওলানা ফাহিম সিদ্দিকী জানান, ভাইয়া (মাওলানা ফখরুল ইসলাম) মাগরিবের নামাজের পরও দীর্ঘ সময় ধরে আমার আব্বুর (মাওলানা ইয়াহইয়া জাহাঙ্গীর) সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। এতো তাড়াতাড়ি তাকে হারাতে হবে ভাবিনি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

তার মৃত্যুর বর্ণনা দিয়ে মাওলানা ফাহিম সিদ্দিকী জানান, তিনি পরিবারসহ বসবাস করতেন খিলগাঁওয়ের তিলপাপাড়ার একটি ফ্লাটে। আজ (৭ মে) তারাবির পরপর তার বাসায় চোর এসেছিল। তখন তিনি চোরকে ধাওয়া করেন। চোর ধাওয়া খেয়ে পাঁচতলার ছাদে উঠে যায়। তিনি তখন চোরের পিছু নিয়ে ছাদে গেলে চোর তাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। আমরা তাকে নিচে মৃত অবস্থায় পেয়েছি।

আগের সংবাদরোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে নেওয়ার আহ্বান বাংলাদেশের
পরবর্তি সংবাদদেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১২৮৫, মৃত্যু ৪৫