জামায়াতের সংস্কারপন্থীদের নতুন রাজনৈতিক দল : ‘আদর্শ নয়, মুখ্য উদ্দেশ্য কল্যাণভিত্তিক রাজনীতি’

ফাতেহ ডেস্ক

জামায়াতে ইসলামীর সংস্কারপন্থী ও বহিস্কৃত নেতাদের নিয়ে নতুন ধারার রাজনীতির সূচনা করছেন সাবেক শিবির-সভাপতি মুজিবুর রহমান মঞ্জু।

আজ রাজধানীর বিজয়নগরের হোটেল ৭১-এ এক সংবাদ সম্মেলনে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে এই রাজনৈতিক উদ্যোগ আত্মপ্রকাশ করে। জামায়াতের বহিস্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জু আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের সংক্ষিপ্ত বিরবণ লিখিতভাবে তুলে ধরেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, এ উদ্যোগ ধর্মভিত্তিক নয়, এমনকি সুনির্দিষ্ট তত্ত্বের আদলে আদর্শভিত্তিকও নয়। সম্ভাব্য ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ হচ্ছে একদল আশাবাদী মানুষের উদ্যোগ ও তাদের ভাবনা।

তিনি আরও বলেন, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে উদ্যোগ শুরু হলেও রাজনৈতিক দলের নাম, লোগো-পরিচয় আরও পরে নির্ধারণ করা হবে। নতুন এ উদ্যোগের সমন্বয়ক হিসেবে কাজ করবেন তিনি।

আগের সংবাদতারাবির ইমামতির জন্য ৩৫টি দেশে হাফেজে কুরআন পাঠাচ্ছে সৌদি আরব
পরবর্তি সংবাদপাকিস্তানের ওপর আমেরিকার ভিসা-নিষেধাজ্ঞা