জেরুজালেমে আলোচনায় বসতে চায় জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার ভিত্তিতে দুই দেশের সংকট নিরসনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি; আর সেই বৈঠকের জন্য জেরুজালেম সঠিক স্থান হতে পারে বলে মনে করেন তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত সম্প্রতি রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনে দুই দেশের প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠকের আহ্বান জানিয়েছেন। এই বৈঠকের আয়োজক দেশ হতে ইসরায়েল আগ্রহী বলেও উল্লেখ করেছেন তিনি।

রোববার সামজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওবার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘আমরা কৃতজ্ঞ…তার (বেনেত) প্রতিটি আন্তরিক প্রচেষ্টার জন্য। যে কোনো সময়েই আমরা রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারি, জেরুজালেমেই সেটা ঘটতে পারে।’

 

আগের সংবাদভ্যাকসিন না নিয়েও হারমাাইনে ওমরা নামাজ আদায় করা যাবে
পরবর্তি সংবাদহিজাব বিতর্কে পরীক্ষা না দেয়া শিক্ষার্থীরা দ্বিতীয়বার সুযোগ পাবেন না