ডা. জাকির নায়েকের করা মামলায় মালয়েশিয়ার দুই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্ক

ডা. জাকির নায়েকের করা মানহানি মামলায় মালয়েশিয়ার পেনাং প্রদেশের উপমুখ্যমন্ত্রী পি, রামাসামি এবং বাগান দালামের প্রতিনিধি সাতিন মুনিয়ান্দিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রামাসামিকে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় আর সাতিসকে করা হয় ৩ ঘণ্টা।

সাতিস বলেন, আমি বিবৃতিতে যা বলেছি এখনও সেই অবস্থানেই রয়েছি। তবে পুলিশকে সর্বাত্মক সহায়তা করবো আমরা।

অন্যদিকে রামাসামি বলেন, তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। ওই দুটি মামলার একটি করা হয়েছে ফ্রি মালয়েশিয়া টুডেতে প্রকাশিত বিবৃতির জন্য ও আরেকটি ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাতকারের জন্য। তিনিও বলেন, জাকির নায়েকের মালয়েশীয়দের আনুগত্য নিয়ে প্রশ্ন করার অধিকার নেই। সে একজন পলাতক আসামি। এখানে এসে বর্ণবাদী বক্তব্য দেবে সেটা আমরা মেনে নিতে পারি না। পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করেছেন বলে দাবি করেন এই উপমুখ্যমন্ত্রীও।

উল্লেখ্য, সম্প্রতি মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুদের নিয়ে এক মন্তব্যের জেরে মালয়েশিয়া থেকে জাকির নায়েকের আশ্রয় বাতিলের প্রসঙ্গটি আলোচনায় আসে। একই ঘটনায় মানহানির অভিযোগ এনে গত ১৬ আগস্ট দেশটির ১ মন্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন জাকির নায়েক। তার দাবি, ওই ৫ জন তার বক্তব্যের খণ্ডিত অংশ উপস্থাপন করে তার ভুল ব্যাখ্যা করেছেন।

জাকির নায়েকের মামলায় অভিযুক্তরা হলেন কেন্দ্রীয় সরকারের জনসম্পদমন্ত্রী কুলাসেগারান, সাবেক রাষ্ট্রদূত ডেনিস ইগনাশিয়াস, পেনাং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী পি রামাসামি, বাগান দালামের প্রতিনিধি সাতিস মুনিয়ান্দি এবং ক্লাংয়ের আইন প্রণেতা চার্লস সান্তিয়াগো।

আগের সংবাদআমিরাতে ভোটের জন্য নারী প্রার্থীর প্রচারণা, ফেস্টুনে বহুবিবাহের উৎসাহ
পরবর্তি সংবাদজর্ডান উপত্যকার কোন অংশটি দখল করতে চায় ইসরাইল