
ফাতেহ ডেস্ক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বিভাগের অধ্যাপক ও আইসিইউ প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মোবাইল ফোনে নিতে নিজেই আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। ঢাকা মেডিকেলে নমুনা পরীক্ষা করানোর পর বৃহস্পতিবার ডা. মোজাফফর জানতে পারেন করোনা পজিটিভ তার। এরপর থেকেই তিনি বাসায় অবস্থান করছেন।
তবে এর আগে হাসপাতালের আইসিইউতেই ডিউটি করেছেন তিনি। আইসিইউ’র বেশ কয়েকজন ডাক্তার ও নার্স করোনা আক্রান্ত হয়েছিলেন।
ডা. মোজাফফর বলেন, করোনা আক্রান্ত হলেও তার করোনা উপসর্গগুলো প্রকট নয়। এখন পর্যন্ত ভালো আছেন।
তবে তিনি ডায়াবেটিকসের রোগীও বলে জানান। করোনা ডায়াবেটিস রোগীদের জন্য অধিকতর ঝুঁকির কারণ।
দেশে করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে। রোগীদের সেবা দিতে গিয়ে এসব স্বাস্থ্যকর্মী নিজেরা যেমন আক্রান্ত হচ্ছেন, তেমনি তাদের থেকে রোগটি অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। আক্রান্ত হচ্ছেন পরিবারের সদস্যরা।
-এ