তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই

ফাতেহ ডেস্ক

সারাদেশে পড়ছে বৈশাখের গরম। সে গরম এবার রূপ নিয়েছে তাপপ্রবাহে। দিনের ব্যবধানে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে ৪০ ছুঁই ছুঁই করছে। এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে এবং তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দুইটা পর্যন্ত খুলনায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার দুপুর দুইটা পর্যন্ত ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাদারীপুরে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ময়মনসিংহে ৩৭ দশমিক ২, কুমিল্লা, ফেনী ও রাঙামাটি ৩৮ দশমিক ৪, সিলেটে ৩৮ দশমিক ৩, তেঁতুলিয়ায় ৩৬ দশমিক ৭ এবং বরিশালে ৩৮ দশমিক ৮ এবং পাবনার ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস।

বিভাগীয় শহরগুলোর মধ্যে খুলনা বিভাগে আজ বেশি গরম পড়েছে। এই বিভাগের যশোরে ৩৯ দশমিক ৩, সাতক্ষীরায় ৩৯ এবং চুয়াডাঙ্গায় ও কুষ্টিয়ায় ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আগের সংবাদফের চীন সফরে যাচ্ছেন ইমরান খান
পরবর্তি সংবাদশ্রীলঙ্কার মসজিদে নিরাপত্তা জোরদার