তারাবির ইমামতির জন্য ৩৫টি দেশে হাফেজে কুরআন পাঠাচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের ৩৫টি মুসলিম দেশে মহিমান্বিত রমজান মাসের তারাবিহ এবং শেষ রাতে তাহাজ্জুদ নামাজের ইমামতির জন্য ৭০ জন ইমাম পাঠাচ্ছে সৌদি আরব।

ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি আবদুল লতিফ আল শাইখ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ইতিমধ্যে ৭০ জন সৌদি ইমামকে অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে দেশটির ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

তবে কোন ৩৫টি দেশে এই ৭০ জন ইমামকে পাঠানো হবে সে বিষয়ে এখনও ঘোষণা আসেনি তাদের থেকে।

এ প্রসঙ্গে আবদুল লতিফ আল শাইখ বলেন, সৌদি আরবের শরিয়াহ কলেজ থেকে বাছাইকৃত এই ৭০ জন কোরআনে হাফেজ। পবিত্র কোরআনকে অন্তরে লালনসহ তারা সবাই ইসলামের গভীর এবং সঠিক জ্ঞানে জ্ঞানী।

আগের সংবাদনরসিংদীতে তীব্র পানি সংকট
পরবর্তি সংবাদজামায়াতের সংস্কারপন্থীদের নতুন রাজনৈতিক দল : ‘আদর্শ নয়, মুখ্য উদ্দেশ্য কল্যাণভিত্তিক রাজনীতি’