দলকে অগ্রাহ্য করে শপথ নিলেন বিএনপি’র জাহিদ

ফাতেহ ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমান শপথ নিয়েছেন। জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

এর আগে বৃহস্পতিবার সকালে শপথ নেওয়ার আগ্রহ প্রকাশ করে চিঠি নিয়ে সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে যান জাহিদুর রহমান। তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন।

রংপুর বিভাগের মধ্যে জাহিদুর রহমানই একমাত্র বিএনপির প্রার্থী, যিনি নির্বাচনে জয় পান। এর আগে গত শুক্রবার বিএনপির নির্বাচিত ছয় সংসদ সদস্য শপথ নেবেন না বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

সেসময় তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একাদশ সংসদ নির্বাচন থেকে বিএনপির নির্বাচিত হলেন যারা: বগুড়া- ৬ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মোশারফ হোসেন বগুড়া-৪, আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ-২, হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ-৩, উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া-২, জাহিদুর রহমান ঠাকুরগাঁও-৩।

আগের সংবাদঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার
পরবর্তি সংবাদআবারও প্রশ্নফাঁসের ঘটনা, আজকের পরীক্ষা স্থগিত ঘোষণা হাইয়াতুল উলয়ার