
ফাতেহ ডেস্ক
প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত হয়েছিল হাইআতুল উলয়ার অধীনে অনুষ্ঠেয় দাওরায়ে হাদিসের আজকের আবু দাউদ শরিফ পরীক্ষা। যথারীতি আগামীকালের তহাবি শরিফ পরীক্ষাও স্থগিত থাকবে। তবে ২৭ এপ্রিল থেকে পূর্বের রুটিন অনুযায়ীই চলবে পরীক্ষা। হাইআতুল উলয়ার বিশ্বস্ত একাধিক সূত্র এ খবর নিশ্চিত করেছে ফাতেহ টোয়েন্টি ফোর ডটকমকে।
সূত্রটি আরও জানিয়েছে, স্থগিত হওয়া আবু দাউদ শরিফের পরীক্ষা ১ মে বুধবার সকাল বেলা এবং তাহাবি শরিফের পরীক্ষা পরদিন ২ মে বৃহস্পতিবার বিকাল বেলা অনুষ্ঠিত হবে। বাকি সব পরীক্ষা পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ীই অনুষ্ঠিত হবে।