দেশে ইসলাম ও মুসলমান ধ্বংসের গভীর ষড়যন্ত্র চলছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম বলেছেন, বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলমানদের ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। শিক্ষানীতি নিয়ে এই অবৈধ সরকারের তামাশা দেখলে তা পরিষ্কার হয়ে যায়। ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার এই অপপ্রয়াস এদেশে সফল হবে না ইনশাআল্লাহ। তাই নীতি ও আদর্শের উপর অটল থেকে বাংলাদেশ ও তার কৃষ্টি কালচার রক্ষায় প্রাণপন চেষ্টা চালিয়ে যেতে হবে।

চরমোনাই পীর বলেন, বিদেশী শক্তির ইন্ধনে বাংলাদেশকে ধ্বংস করার গভীরভাবে ষড়যন্ত্র চলছে। কিন্তু এদেশের সচেতন জনগন তা হতে দেবে না। আদর্শবান যুবকরা এদেশের সম্পদ। যুব সমাজকে এদেশ রক্ষায় গুরু দায়িত্ব পালন করতে হবে। দেশ ও জাতির প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে।

রোববার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, সহকারী মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান। বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ, মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, ইলিয়াস হাসান, মুফতী হোসাইন মুহাম্মাদ কাওছার বাঙ্গালী প্রমুখ।

আগের সংবাদ‘রমজানের পণ্যের সংকট নেই, সুযোগ নেওয়ার চেষ্টা করলে ব্যবস্থা’
পরবর্তি সংবাদগাজায় ইসরায়েলি আগ্রাসনে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়াল