দেশে কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে

ফাতেহ ডেস্ক:

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসী বলেছেন, জলাতঙ্ক একটি মারণব্যাধি, যা প্রাণী থেকে মানুষ ও প্রাণীতে সংক্রমিত হতে পারে। মূলত কুকুরের মাধ্যমে এ রোগটি সংক্রমিত হয়। এখনো বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন এবং বছরের ৫৫ হাজার জন এ রোগে মারা যায়।

গণমাধ্যমের সঙ্গে এক আলাপে এ তথ্য জানান তিনি।

জলাতঙ্ক রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় তৃতীয় সর্বোচ্চ। এখনো দেশে বছরে ২০০ জনের বেশি মারা যাচ্ছে জলাতঙ্কে। বিশেষ করে কুকুরের কামড়েই তাদের মৃত্যু ঘটছে। ঢাকায় এই ঘটনায় মৃতের সংখ্যা ৫০-এর বেশি। গত ১০ বছরে এই সংখ্যা ১০ শতাংশ কমলেও কুকুরে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রগ্রাম সূত্র জানায়, দেশজুড়ে জলাতঙ্কজনিত মৃতের সংখ্যা ২০০৯ সালে ছিল প্রায় দুই হাজার। ২০১৯ সালে তা নেমে এসেছে ২০০ জনে।

আগের সংবাদযেকোনো সময় জনবিস্ফোরণ: গয়েশ্বর
পরবর্তি সংবাদচট্টগ্রামে কুকুরের কামড়ে ৬ মাসে আক্রান্ত ১ হাজার ৩৫৭