![_108526430_e1d88cb0-e66d-418d-821a-2d27b7991319](https://fateh24.com/wp-content/uploads/2022/03/108526430_e1d88cb0-e66d-418d-821a-2d27b7991319.jpg)
ফাতেহ ডেস্ক:
এক জরিপে বলা হচ্ছে, দেশে মোট তরুণীর ৬৫.৫৮ শতাংশই যৌন হয়রানির শিকার হয়। এর মধ্যে ৩৫.৪৯ শতাংশ বিকৃত যৌন ইচ্ছার প্রচ্ছন্ন ইঙ্গিত পেয়েছে, ২৯.৬২ শতাংশ আপত্তিকর স্পর্শের ভুক্তভোগী ও ইভটিজিংয়ের শিকার হয়েছেন ২২.২৬ শতাংশ।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে গবেষণাধর্মী প্রতিষ্ঠান আঁচল ফাউন্ডেশন পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। শনিবার বেলা ১১টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে সংস্থাটি।
জরিপে অংশ নেন এক হাজার ১৪ জন শিক্ষিত তরুণী। তাদের বয়স ১৮ থেকে ৩০ বছর; অবিবাহিত ৮৮.১৭ শতাংশ ও বিবাহিতের সংখ্যা ১০.৯৫ শতাংশ এবং বাকিরা আর সংসার করছেন না।
বৈষম্য, লাঞ্ছনা, যৌন হয়রানি, সমাজ ও পরিবারে প্রতিবন্ধকতা, নেতিবাচক দৃষ্টিভঙ্গিসহ প্রভৃতি বিষয়ে তরুণীদের সাম্প্রতিক অভিজ্ঞতার প্রতিফলন এ পরিসংখ্যান।