দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৫৬৭, মৃত্যু ২৫

ফাতেহ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৭৬৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৬৭ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮০ হাজার ৮০৮ জনে।

বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন এক হাজার ৯১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৭ হাজার ৯০৯ জন।

এর আগের ২৪ ঘণ্টায় মঙ্গলবার (২৩ মার্চ) ভাইরাসটিতে ১৮ জনের মৃত্যুর পাশাপাশি ৩ হাজার ৫৫৪ জনের শরীরে শনাক্ত হয়। সে সময়ে ভাইরাসটি থেকে মুক্ত হন এক হাজার ৮৩৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৬৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৫০২টি নমুনা। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৮৭ হাজার ৬৮৬টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৭ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ।

আগের সংবাদবিশেষ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মাওলানা তারেক জামিল
পরবর্তি সংবাদ‘৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না’