ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় একইসঙ্গে কাজ করবে আল-আজহার ও মিশরের ধর্ম মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা, নৈতিকতার দীক্ষা এবং ইসলাম প্রচার-প্রসারের ক্ষেত্রে একইসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে মিশরের বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় আল-আজহার কতৃপক্ষ ও দেশটির ধর্ম মন্ত্রণালয়। খবর আল আহরামের।

বুধবার মিশরীয় পত্রিকাটির খবরে বলা হয়েছে, আগামী শুক্রবার জাতীয় দিবস উপলক্ষে আল-আজহার ও মিশরের ধর্ম মন্ত্রণালয়ের যৌথ একটি প্রতিনিধি দল পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত মন্ত্রণালয়ের সদর দপ্তরে বৈঠক করবে। একই স্থানে আল-আজহার ও মিশর-ধর্ম মন্ত্রণালয়ের দশম যৌথ দাওয়াতি মিশন বিষয়ক ঘরোয়া অনুষ্ঠানেও যোগ দিবে ওই প্রতিনিধি দল। প্রত্যেক পক্ষ থেকে ৪ জন করে মোট ৮ জনের যৌথ প্রতিনিধির সমন্বয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

খবরে আরও বলা হয়, উক্ত বৈঠকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়-কাঠামোর প্রতি জোর দেয়া হবে। আল-আজহার ও ধর্ম মন্ত্রণালয় মধ্যমপন্থী আদর্শের অনুসরণ করে চরমপন্থার বিপক্ষেও একইসঙ্গে কাজ করবে।

আগের সংবাদইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হওয়ার আহ্বান তুরস্কের
পরবর্তি সংবাদহাইয়াতুল উলইয়ায় চট্টগ্রাম জেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিবে খেলাফত যুব মজলিস