নবীকে কটূক্তি, মুসলিমদের চাপে মুখপাত্রকে বরখাস্ত করল বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা সম্প্রতি হযরত মুহাম্মদ স. কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এরপরই ক্ষোভে ফেটে পড়ে ভারতের মুসলিমরা। উত্তরপ্রদেশের কানপুরে ছড়ায় উত্তেজনা। শুরুতে ব্যবস্থা না নিলেও চাপের মুখে অবশেষে তাকে বরখাস্ত করেছে বিজেপি। খবর এনডিটিভির।

হযরত মুহাম্মদ স.-কে নিয়ে মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে দল সমর্থন করে না বলে জানায় বিজেপি। সমস্ত ধর্মকে সম্মানের চোখে দেখা হয় বলে দলের পক্ষ থেকে সাফাই দেওয়া হয়। বিতর্কিত মন্তব্যের জন্য নুপুর শর্মার কড়া সমালোচনা করা হয়। পরে মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ওই বিজেপি নেত্রী।

বিবৃতিতে বিজেপি জানায়, সব ধর্মকে সম্মান করে বিজেপি। ভারতের ইতিহাসে সবসময়ে সব ধর্ম একসঙ্গে বিকশিত হয়েছে। কোনো ধর্ম বা ধর্মীয় ব্যক্তির প্রতি অসম্মানজনক মন্তব্য করার তীব্র নিন্দা করছে দল। এই ধরনের কার্যকলাপকে প্রশ্রয় দেয় না বিজেপি।

বিজেপি নেত্রীর এমন মন্তব্যের পর কঠোর বার্তা দেয় কাতার, কুয়েত, সৌদি ও ইরান। ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করে ক্ষমা চাওয়ার দাবি করে এসব দেশ।

আগের সংবাদনাইজেরিয়ার একটি গির্জায় বন্দুকধারীর হামলা, নিহত ৫০
পরবর্তি সংবাদ‘সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’