নরওয়েতে কুরআন অবমাননার প্রতিবাদে পাকিস্তানের সংসদে ইশতেহার পাস

নরওয়েতে কুরআন অবমাননার প্রতিবাদে পাকিস্তানের সংসদে ইশতেহার পাস

আন্তর্জাতিক ডেস্ক :

নরওয়েতে পবিত্র কুরআন অবমাননার নিন্দা জানিয়ে একটি ইশতেহার অনুমোদন করেছে পাকিস্তানের জাতীয় সংসদ। বৃহস্পতিবার ইশতেহারটি অনুমোদন দেয়া হয়।

ইশতেহারে বলা হয়েছে, ‘বাক স্বাধীনতার কথা বলে দেড়শ’ কোটি মুসলমানের বিশ্বাস ও পবিত্রতার অবমাননা করা গ্রহণযোগ্য নয়। কুরআন অবমাননার মতো তৎপরতা সহিংসতা ও উগ্রপন্থা উসকে দিতে পারে।’ এ ধরনের অন্যায় তৎপরতা বন্ধে পদক্ষেপ নিতেও নরওয়ের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে ইশতেহারে।

পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী খান ইশতেহারটি পড়ে শোনানোর পর বলেন, ধর্মীয় পবিত্রতার অবমাননা সন্ত্রাসী কর্মকাণ্ডের মতই বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করে এবং মুসলমানদের অনুভূতিতে আঘাত হানে।

প্রসঙ্গত, সম্প্রতি নরওয়ের ইসলাম বিদ্বেষী সংগঠন স্টপ ইসলামাইজেশন অফ নরওয়ে বা এসআইএএন পবিত্র কুরআনে আগুন দিয়েছে। বিশ্বের মুসলমানরা চরম ধৃষ্টতাপূর্ণ এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

আগের সংবাদউপত্যকায় ইন্টারনেট নিষেধাজ্ঞা, বন্ধ হচ্ছে কাশ্মীরিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
পরবর্তি সংবাদনিজদেশে প্রবাসী : ডিটেনশন ক্যাম্পের করুণ গল্প