নরসিংদীতে তীব্র পানি সংকট

ফাতেহ ডেস্ক

নরসিংদীতে ভূ-গর্ভস্থ পানির স্তর নীচে নেমে যাওয়ায় বেশিরভাগ নলকূপে উঠছে না পানি। কোথাও কোথাও গভীর নলকূপেও প্রয়োজনীয় পানি তোলা যাচ্ছে না। তাপদাহে পানি সংকট তীব্র হয়েছে, দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নরসিংদী জেলায় সাধারণত পানির স্তর গড়ে ২২ থেকে ৬৫ ফুট গভীরে। গত ১০ বছরে জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বেশিরভাগ এলাকায় পানির স্তর নীচে নেমে গেছে অস্বাভাবিকভাবে।

সাম্প্রতিক বছরগুলোতে জানুয়ারি থেকে মে পর্যন্ত পানির সংকট প্রকট আকার ধারণ করে। ৬১ মিটার পর্যন্ত অগভীর নলকূপে পানি তোলা যায় না।

বেশ কিছু এলাকায় ৬১ মিটারের বেশি গভীর নলকূপেও পানি ওঠে না। বিশেষ করে জেলার শিল্পাঞ্চল ও আশপাশের এলাকায় সংকট বেশি। দৈনন্দিন কাজে পুকুর ও ডোবার পানি দিয়ে কাজ চললেও, সুপেয় পানির সংকট বাড়িয়েছে দুর্ভোগ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, শিল্প ও কৃষিকাজে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার বৃদ্ধি পানির স্তর নীচে নেমে যাওয়ার অন্যতম কারণ।

নরসিংদীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলেন,এমন অবস্থা চলছে দশ বছরে এই সংকট চরমে গিয়ে ঠেকবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নদী খনন, বৃষ্টির পানি সংরক্ষণ ও ভূ-উপরস্থ পানি ব্যবহার ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের।

আগের সংবাদশ্রীলঙ্কায় ‘সন্ত্রাসবিরোধী’ অভিযানে নিহত ১৫
পরবর্তি সংবাদতারাবির ইমামতির জন্য ৩৫টি দেশে হাফেজে কুরআন পাঠাচ্ছে সৌদি আরব