নাইজেরিয়ায় ভয়াবহ হামলায় ৬০ সেনা সদস্যসহ নিহত

ফাতেহ ডেস্ক:

নাইজেরিয়ার বোর্নো রাজ্যে দুটি ভয়াবহ হামলায় ২০ সেনা সদস্যসহ ৬০ জন নিহত হয়েছে। আর আহত হয়েছেন কয়েকশ মানুষ। গতকাল (শনিবার) এই হামলায় নিহতদের মধ্যে বাকি ৪০ জন বেসামরিক নাগরিক। দুটি হামলার একটি হয় মনগুনো এবং আরেকটি হয় এনগানজাইতে।

স্থানীয় এবং মানবাধিকারকর্মীরা জানান, হামলাকারীদের কাছে রকেট লঞ্চারসহ ভারী অস্ত্র ছিল। স্থানীয় সময় সকাল ১১টায় মনগুনোতে পৌঁছে হামলা শুরু করে তারা। সরকারি বাহিনীর গুলিতে কয়েকজন হতাহত হয়।

এরপর ওই এলাকায় ৩ ঘন্টা ধরে গোলাগুলি হয়। গোলাগুলির মধ্যেই কয়েকশ বেসামরিক নাগরিক আহত হয়। এক সময় জঙ্গিরা স্থানীয় একটি পুলিশ ষ্টেশনে আগুন দেয়। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো।

-এ

আগের সংবাদধর্ম প্রতিমন্ত্রীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক
পরবর্তি সংবাদকরোনায় মারা গেলেন সিলেটের সাবেক মেয়র কামরান