
ফাতেহ ডেস্ক:
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিক মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে শোক জানানো হয়েছে জাতীয় সংসদে। আজ (রোববার) সকাল ১১টায় সংসদ অধিবেশন শুরু হলে প্রয়াত দুই নেতার জীবন ও সংগ্রাম নিয়ে আলোচনা হয়। এর পরে শোক প্রস্তাব গৃহীত হয়।
সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একই দিনে দুই নেতার মৃত্যুর ধাক্কা সামলে উঠতে সময় লাগবে আমাদের। তিনি আরো জানান, রাজনীতির মাঠে আমি সব সময় তাদের পাশে পেয়েছি। দুঃসময়ে তারা দলকে সংগঠিত করেছে।
দেশে নানা সময়ের আন্দোলনে মোহাম্মদ নাসিম ও শেখ মো. আব্দুল্লাহর অবদান স্মরণ করে সংসদ নেতা আরো বলেন, এই দুই জনের চলে যাওয়া দলের জন্য এক বিরাট ক্ষতির। এই ক্ষতি অপূরণীয়।
এ সময় দুই নেতার জীবন নিয়ে আলোচনার পর তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় সংসদে। এর পরে আগামীকাল সোমবার সকাল ১০টা পর্যন্ত সংসদের কার্যক্রম মুলতবি করা হয়।
-এ