নিজের মেয়েকে দিয়ে ডেকে এনে প্রতিবন্ধীকে ধর্ষণ করতো কালু!

ফাতেহ ডেস্ক

কুষ্টিয়ায় প্রতিবেশীর ধর্ষণে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার চৌড়হাস এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত কালু মিয়াকে আটক করে শুক্রবার কারাগারে পাঠিয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। শুক্রবার রাতেই গ্রেপ্তারকৃত কালু মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি জানান, ইতিমধ্যে যৌন নির্যাতনের শিকার ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সে ৫ মাসের অন্তঃসত্ত্বা। চৌড়হাস আদর্শপাড়া এলাকার দিনমজুর বাবার ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী প্রতিবেশি দুই সন্তানের বাবা অভিযুক্ত কালু মিয়ার লালসার শিকার হয়।

দীর্ঘদিন ধরে নিজের মেয়ের মাধ্যমে ওই কিশোরীকে বাড়িতে ডেকে এনে যৌন নির্যাতন করত কালু মিয়া। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তার শারীরিক পরিবর্তনের ফলে বাবা মা বিষয়টি টের পান। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন কিশোরীর পরিবারের সদস্যরা ও এলাকাবাসী।

কুষ্টিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ক্লিনিক্যাল সার্ভিস অফিসার ডা. সবিতা রানী চক্রবর্তী জানান, বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীসহ তার মা বৃহস্পতিবার সকালে চিকিৎসা নিতে এখানে এসেছিলেন। আমরা পরিক্ষা-নিরিক্ষা করে দেখেছি ওই কিশোরী ৫ মাসের অন্ত:স্বত্ত্বা।

আগের সংবাদ‘ব্রুনাই ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে’
পরবর্তি সংবাদ‘তিস্তার পানি বণ্টন চুক্তিতে প্রাথমিকভাবে সম্মত ভারত’