নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সৌদি

ফাতেহ ডেস্ক:

বিদেশি নাগরিকদের (অনারব) সৌদি ছাড়ার ওপর নিশেষাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটি। এর ফলে সৌদিতে অবস্থানরত অন্যান্য দেশের লোকজন রিয়াদ ছাড়তে পারবেন বলে জানা গেছে।

সৌদি গেজেটের খবরে বলা হয়, গতকাল রোববার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) বিষয়টি নিশ্চিত করেছে। এ সংক্রান্ত নির্দেশনা বিমান সংস্থাগুলোর কাছে পৌঁছে দেয়া হয়েছে।

জিএসিএ জানায়, সৌদি বিমানবন্দর থেকে অনারব যাত্রীদের এখন থেকে পরিবহন করতে পারবে বিদেশি বিমান সংস্থাগুলো। এ ক্ষেত্রে করোনা সংক্রমণ ছড়ানো রোধে পূর্ব সতর্কতা অবলম্বন করতে হবে।

এ সংক্রান্ত নির্দেশনায় আরো বলা হয়, ভাড়া বিমান ব্যবহার করা যাবে। তবে বিমানের ক্রুরা বিমান থেকে নামতে পারবেন না। বন্দরে দায়িত্ব পালন করা স্টাফ বা কর্মকর্তাদের সংস্পর্শে যেতে পারবেন না তারা।

সম্প্রতি করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার পর গত সপ্তাহে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে সৌদি সরকার। এমনকি সীমান্তও বন্ধ করে দেয়া হয়।

আগের সংবাদযুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ
পরবর্তি সংবাদ‘কমান্ডো রাষ্ট্র ও সরকারের ইমেজের ক্ষতি করবে’