পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা রফিক আহমদের ইন্তিকাল

ফাতেহ ডেস্ক:

আল জামিয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রামের সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ রফিক আহমদ ইন্তিকাল করেছেন।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৭.৩০ মিনিটে তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তিকাল করেন। মাওলানা রফীক আহমদ জমিরাবাদীর ছেলে মাওলানা রিজওয়ান রফীক জমীরাবাদী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তিনবছর আগ থেকেই তিনি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন। বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত তিনি। পটিয়া জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন অনেক দিন। হাসপাতালের সিনিয়র ডাক্তার এজিএম আবু সুফিয়ানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিলো।

মৃত্যুকালে মাওলানা রফীক আহমদ জমিরাবাদী ৬ ছেলে ও দুই মেয়ে রেখে যান। তার বয়স ৮৩ বছর। আগামীকাল রোববার সকাল ১১টায় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

হাদিসের ব্যাখ্যাগ্রন্থ রচানায় বাংলাদেশ এমনকি উপমহাদেশে বিশেষ অবদান রেখেছেন তিনি। তার লিখিত কিতাবাদীর মধ্যে অন্যতম: ১. ইফাদাতুল মুসলিম শরহে সহীহ মুসলিম ২. ঈযাহুল মিশকাত ৩. আক্বরাবুল ওয়াসায়েল ইলা শরহিশ শামায়েল ৪. কুররাতুল আইনাইন ফী হষয়-ই মুগ্লাকাত-ই মুআত্তাআইন ৫. দরসে হিদায়া ৬. হাদীস পরিচিতিঃ ভারত-বাংলাদেশের প্রাতঃ স্মরণীয় আউলিয়া ও মুহাদ্দিছীন ৭. ইরশাদুত্তালিবীন ফী আহওয়ালিল মুসাল্লিফীন ৮.যাহরুন নূজুম ফী মা’রিফাতিল ফুনূনি ওয়াল উলূম ৯. আল ইন্শাউল জাদীদ মা’আললুগাতি ওয়াল খিতাবাত ১০. হিদায়াতুল মুস্তার শিদীন ইলা হল্লি আভীসাতি কাসাসুন্নাবিয়্যীন। ১১. কাসাসুন্নাবিয়্যীন অনুবাদ ১২. আল কালামূল মু’তাবার ফী তাউযীহি নূরি সায়্যিদিল বাশার ১৩. মহা মানব সা. এর নূর প্রসঙ্গ ১৪. মওদূদী সাহেব কি তাফসীর ওয়া নাযারিয়্যাত পর ইলমি ওয়া তাহক্বীক্বী জায়েযাহ ইত্যাদী আরো প্রায় অর্ধশত গ্রন্থ তিনি রচনা করেন।

 

আগের সংবাদপাঠ্যপুস্তকে ইসলামবিদ্বেষ: ভুল স্বীকার করে যা বলছে এনসিটিবি
পরবর্তি সংবাদ`আমিন আমিন’ রবে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব