পশ্চিমবঙ্গের এনআরসিতে প্রায় দু’কোটি মানুষ বাদ যাবে : বিজেপি সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গে এনআরসির দাবি জোরালো হচ্ছে ক্রমেই। পশ্চিমবঙ্গে নাগরিকপঞ্জি হবেই, গতকাল কলকাতায় গিয়ে এমন দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এদিকে দিল্লিতে বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসার ঠিক আগে একই দাবি তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সেভ বেঙ্গল’ নামে একটি আলোচনা সভায় তিনি বলেন, ‘আসামের মতো পশ্চিমবঙ্গেও এনআরসি হবে। এতে প্রায় দু’কোটি মানুষ বাদ যাবে। বিদেশি নাগরিকরা এসে রাজ্য আর দেশের সম্পদ নষ্ট করছে। তা রুখতেই এনআরসি প্রয়োজন।’

তবে পশ্চিমবঙ্গে এনআরসির বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, ‘মুখ্যমন্ত্রীর পুরনো অভ্যাস কিছু হলেই রাস্তায় নেমে পড়া। বাড়িতে থাকতে পারেন না। সেই অভ্যাস বজায় রাখতেই তিনি রাস্তায় নামছেন। তবে যেই রাস্তায় নামুক, পশ্চিমবঙ্গে এনআরসি হবেই।

আগের সংবাদইসরাইলের বিরুদ্ধে ওআইসি’র জরুরি বৈঠকের আহ্বান সৌদি আরবের
পরবর্তি সংবাদরোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তনে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি চীনের