পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিন, পশ্চিম তীর, জেরুসালেম, মসজিদুল আকসা, Palestine, West Bank, Jerusalem, Al-Aqsa Mosque, bd newspaper, www.dailynayadiganta.com

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত পশ্চিম তীরে একটি শরণার্থী শিবিরে বৃহস্পতিবার ইসরায়েলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এপি’র।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেথেলহামের বাইরে ধাইশাহ শরণার্থী শিবিরে এ সংঘর্ষ হয়। নিহত ফিলিস্তিনি নাগরিকের নাম আইমান মুহাইসেন। তার বয়স ২৯ বছর। সেখানে এ সংঘর্ষের ব্যাপারে এএফপি’র পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।

সূত্র: বাসস।

আগের সংবাদদেশের ৫ কোটি মানুষের ক্রয়ক্ষমতা পশ্চিমা বিশ্বের মতো: বাণিজ্যমন্ত্রী
পরবর্তি সংবাদ১০৪ শিশুর পরিবারকে ১৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ