
আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। এতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে ১৬ বছরের এক ফিলিস্তিনি কিশোর। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। খবর ইরনা-র।
গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনুসের কিশোর ফাহাদ আল আসতালের পেটে গুলি করে হত্যা করে ইসরায়েলের সেনারা।
জানা যায়, কয়েকজন ফিলিস্তিনি যুবক শুক্রবার ইসরায়েলি সীমান্তে সমবেত হয়। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। তবে ফিলিস্তিনের জনগণের ওপর ফের হামলা চালানোর বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানায়নি ইসরায়েল।
এ বিষয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা শুক্রবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। তাদের হামলায় নিহত হয়েছে ফাহাদ আল আসতাল নামের ওই কিশোর। এছাড়া আহত হয়েছে আরও পাঁচজন।