পেটে গুলি করে ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েলি সেনারা

পেটে গুলি করে ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। এতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে ১৬ বছরের এক ফিলিস্তিনি কিশোর। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। খবর ইরনা-র।

গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনুসের কিশোর ফাহাদ আল আসতালের পেটে গুলি করে হত্যা করে ইসরায়েলের সেনারা।

জানা যায়, কয়েকজন ফিলিস্তিনি যুবক শুক্রবার ইসরায়েলি সীমান্তে সমবেত হয়। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। তবে ফিলিস্তিনের জনগণের ওপর ফের হামলা চালানোর বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানায়নি ইসরায়েল।

এ বিষয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা শুক্রবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। তাদের হামলায় নিহত হয়েছে ফাহাদ আল আসতাল নামের ওই কিশোর। এছাড়া আহত হয়েছে আরও পাঁচজন।

আগের সংবাদঝুঁকিতে মুসলিম ঐতিহ্যমণ্ডিত প্রত্নতত্ত্ব : দেখার কেউ নেই
পরবর্তি সংবাদবেলজিয়ামে মসজিদ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে অভিবাসী বাংলাদেশিদের বিক্ষোভ