
ফাতেহ ডেস্ক:
সিলেটের বিশ্বনাথে মহানবী সা.-কে নিয়ে ফেসবুকে কটূক্তি করে সহপাঠীর কথায় সকালে জিডি করতে এসে থানায় আটক হয়েছে সুব্রত সোম নামের এক হিন্দু যুবককে। সে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রয়াগমহল গ্রামের সুধন্য সোমের পুত্র।
বৃহস্পতিবার রাতে আসামি তার ‘সুব্রত সোম’ ফেসবুক আইডির স্টোরিতে মহানবী সা.-কে নিয়ে অবমাননামুলক পোষ্ট করে। রাতেই সুব্রত সোমকে শীতল নামের একজন প্রবাস থেকে মোবাইল ফোনে পোস্টটি কেটে ফেলার পরামর্শ দেন এবং দ্রুত থানায় সাধারণ ডায়েরী করার কথা বলেন। শুক্রবার সকালে সুব্রত সোম থানায় জিডি করতে আসলে পুলিশ তাকে আটক করে। পরে তাকে ৫৪ ধারায় কোর্টে চালান করে।
এদিকে ফেসবুকের এই পোস্টটি স্কীনশর্ট করে তারই ফেসবুক বন্ধুরা অন্যান্য মুসলিম বন্ধুদের মধ্যে শেয়ার করলে দ্রুত চতুর দিকে ছড়িয়ে পড়ে। এতে মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকার চরম উত্তেজনা দেখা দেয়। পুলিশ সাথে সাথে ওই এলাকায় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত করে। ঘটনা উল্লেখ করে থানা পুলিশের এসআই নুর হোসেন বাদি হয়ে একটি সাধারণ ডায়েরী করেন, (ডায়েরী নং-১৭৩/২০২০ইং)। শুক্রবার বিকেলে তাকে সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে।