‘বাংলাদেশেও জঙ্গি হামলার চেষ্টা চলছে’

ফাতেহ ডেস্ক

বাংলাদেশে জঙ্গি হামলার চেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করে সংশ্লিষ্টদের এই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা ২ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহী-ঢাকা রুটের নতুন বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেসের’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত জায়ান চৌধুরীর জন্য আগামীকাল শুক্রবার দোয়া করার আহ্বানও জানিয়েছেন তিনি।

সন্ত্রাসীরা পবিত্র ধর্ম ইসলামের বিশ্বব্যাপী বদনাম করছে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাসীরা পবিত্র ধর্মটাকে কলুষিত করছে। তারা ইসলামের কোনো ভালো কাজ করছে না। তারা আসলে ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। ইসলাম ধর্মের তারা প্রচণ্ড ক্ষতি করে দিচ্ছে।’

ইসলাম ধর্মকে মানবতার ও সবচেয়ে শান্তির ধর্ম হিসেবে উল্লেখ করে এই ধর্মের নামে একটি গোষ্ঠী জঙ্গিবাদ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এদের বিরুদ্ধে সম্মিলিতভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

এই ধরনের কাজে যারা সম্পৃক্ত তাদের বিরত থাকতে হবে। সে কারণে সকল অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, বাংলাদেশের জনগণ এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিন যারা আছেন, ধর্মীয় শিক্ষাগুরু বা অন্য ধর্মাবলম্বী যারা তাদের প্রত্যেককেই সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যার যার আওতায় যে সমস্ত শিশু, কিশোর এবং যুবক যারা আছে, ছাত্র বা শিক্ষক যারা আছে, তাদের কেউ যদি সাধারণ মানুষের মধ্যে এ ধরনের প্রবণতা দেখা দেয় তাহলে সম্মিলিতভাবে এর বিরুদ্ধে সবাইকে ব্যবস্থা নিতে হবে।

এছাড়া প্রধানমন্ত্রী মসজিদের ইমামদের দোয়া কামনা করে বলেন যারা এসব কাজে সম্পৃক্ত হয় তারা জঙ্গি, তার কোনো ধর্ম নেই, দেশ নেই কোনো কিছু নেই। কাজেই তাদের বিরুদ্ধে এবং জঙ্গিবাদ যে ইসলাম ধর্মের জন্য ক্ষতিকারক তা বুঝিয়ে আপনাদের বুঝাতে হবে।

শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডে নিহত মুসলমানদের জন্য দোয়া করার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি চাই, আগামীকাল শুক্রবার জায়ান চৌধুরী নামে যে একটি শিশু মারা গেল এবং কয়েকদিন আগে নিউজিল্যান্ডে মসজিদের ভেতর ঢুকে আমাদের অনেক মুসলমানদের হত্যা করা হয়েছে, সেখানে বাংলাদেশিও ছিল। আর শ্রীলঙ্কার এই ঘটনা। পরপর যে ঘটনাগুলো ঘটছে আমি চাই, প্রত্যেকটা মসজিদে যেন দোয়া কামনা করা হয়।’

এদিকে বাঁশি বাজিয়ে ও সবুজ পতাকা উড়িয়ে রাজশাহী-ঢাকা রুটের নতুন বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে ট্রেনটির উদ্বোধনীতে তিনি বলেন, আসন্ন ঈদ ও রাজশাহীর আমের কথা মাথায় রেখে এ সময়ে ট্রেনটির উদ্বোধন করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার (২৩ এপ্রিল) দিনগত রাতে ঈশ্বরদী জংশন থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছায় বনলতা এক্সপ্রেস। উদ্বোধনের পর ট্রেনটি সেখান থেকে সকাল ১১টা ২ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনের পরে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রেলমন্ত্রী ও যাত্রীদের নিয়ে রওনা দেয়। তবে এ যাত্রায় যাত্রীদের কাছ থেকে কোনও টিকিটের মূল্য নেওয়া হচ্ছে না এমনকি ঢাকা থেকে ফেরার পথেও বিনামূল্যে ট্রেন ভ্রমণের সুযোগ পাচ্ছেন যাত্রীরা।

আগের সংবাদআবারও প্রশ্নফাঁসের ঘটনা, আজকের পরীক্ষা স্থগিত ঘোষণা হাইয়াতুল উলয়ার
পরবর্তি সংবাদ‘রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো নিয়ে বিভিন্ন সংস্থার আপত্তি’