
ফাতেহ ডেস্ক :
মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে তিনজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরের উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তের নো ম্যানস ল্যান্ডের একশ’ গজের ভেতর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুড়িগ্রামের পশ্চিম ছাদ গোলাপপুর এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে মো. রুবেল মিয়া, বগুড়ার পান্নাপাড়া এলাকার হাবিবুর মণ্ডলের ছেলে মো. আরিফুল মণ্ডল, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ এলাকার মৃত হাওলাদ সুত্রধরের ছেলে বাবু সুত্রধর।
বিজিবির ৪৬ ব্যাটালিয়নের (শ্রীমঙ্গল) অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করে বলেন, ভিসা-পাসপোর্ট ছাড়া অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মুহা. ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।