ফাতেহ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
রোববার (২৭ নভেম্বর) সকালে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কের ডেবাডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার হরিহরপুর গ্রামের মাসুদ (৫০), তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৭) ও মেয়ে মেহেরুন (১৩)।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মাসুদ সকালে মোটরসাইকেল যোগে স্ত্রী ও মেয়েকে নিয়ে ভেলাজান মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে ডেবাডাঙ্গী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কোচের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মনোয়ারা বেগম মারা যান। মুমূর্ষু অবস্থায় তার স্বামী মাসুদ ও মেয়েকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।