বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে সিআইএর ৮ এজেন্টকে গ্রেফতার করেছে ইরান

বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে সিআইএর ৮ এজেন্টকে গ্রেফতার করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক :

সম্প্রতি তেলের মূলবৃদ্ধির কারণে দেশজুড়ে চলমান বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর ৮ এজেন্টকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে একটি বার্তায় ইরানের গোয়েন্দা মন্ত্রী বলেন, নাগরিক সাংবাদিকতার নামে বিভিন্ন দেশে সিআইএর অর্থায়নে প্রশিক্ষণ চলছে। ইরান থেকে এমন ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ৬ জনকে দাঙ্গায় অংশ নেয়া ও সিআইয়ের নির্দেশ পালনের সময় এবং বাকি ২ জন বাইরে তথ্য প্রেরণের সময় গ্রেফতার করা হয়।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দুই সপ্তাহব্যাপী দেশটির বিক্ষোভকে বড় ধরণের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন।

বিক্ষোভে ‍নিরাপত্তা বাহিনীর সাথে বিভিন্ন স্থানে সংর্ঘষ হয়েছে বিক্ষোভকারীদের। বিক্ষোভ দমন অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে শতাধিক লোক নিহত হয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আগের সংবাদনুসরাতের ভিডিও ছড়ানো মামলায় ওসি মোয়াজ্জেমের ৮ বছর কারাদণ্ড
পরবর্তি সংবাদপশ্চিমবঙ্গে তিনটি আসনে উপনির্বাচন : বিজেপির ভরাডুবি