বিডিআরের সাবেক প্রধান ফজলুর রহমান সাহেব – ধর্মীয় ব্যাখ্যায় সংশয়ে ভুগছেন!

ইফতেখার জামিল

 

বিডিআরের সাবেক প্রধান ফজলুর রহমান বর্তমান যুগে ইসলাম কীভাবে বুঝতে হবে ও ফতোয়া দিতে হবে, এ নিয়ে লেখছেন । তার কিছু বক্তব্য দেখলাম, আপাতত কোন মূল্যায়নে যাচ্ছিনা। তবে তার বক্তব্যে বুঝাই যাচ্ছে, তিনি ধর্মীয় ব্যাখ্যা ও বিজ্ঞানের সম্পর্ক বিষয়ে কিছুটা অস্বস্তিতে আছেন। বাহ্যত তিনি ধর্মীয় ব্যক্তিদের পরামর্শ দিলেও মূলত সংশয়টা তার নিজের। তিনি প্রচলিত ধর্মীয় ব্যাখ্যা ও আধুনিক বিজ্ঞান-প্রযুক্তিগত উন্নয়নের মধ্যে সবসময় সমন্বয় করতে পারছেন না। ফলে কীভাবে ফতোয়া দিতে হবে, এই পরামর্শ দেওয়া শুরু করেছেন। এই মনস্তাত্ত্বিক প্যাটার্নটা বুঝা খুব জরুরি ।

শুধুই তিনিই না, তার মতো সমাজে প্রতিষ্ঠিত ও শিক্ষিত ব্যক্তিরা যখন ধর্মীয় ব্যাখ্যায় সংশয়ে ভুগেন, তখন বিশেষজ্ঞদের কাছে না গিয়ে নিজেরাই সমাধান চিন্তা করতে থাকেন। সামাজিক মর্যাদার কারণে তাদের পক্ষে বড় আলেমদের কাছে যাওয়া সম্ভব নয় । কখনো সাধারণ কোন আলেমের কাছে গেলেও তারা সন্তোষজনক উত্তর পান না । বরং আপনি কি ইসলাম থেকে বেশী বুঝেন বলে কথাও শুনতে হয়। ফলত তারা নিজেরাই কিছু সিদ্ধান্তে পৌছেন এবং সেই মাফিক বিশেষজ্ঞদের কাজ করতে বলেন।

পুরোটাই একটা দূষ্টচক্র।

আগের সংবাদভারতে বাংলাদেশী ছাত্র আটকের ঘটনায় আমরা কি করতে পারি?
পরবর্তি সংবাদনৌমন্ত্রীর মিছিলে বোমা হামলা: প্রতিবেদন দাখিল ১৩ জুন