
ফাতেহ ডেস্ক
ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় ৭ হাজার ৭৪৮ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের ৮৭৩ দশমিক ৩ মিলিয়ন ডলার রফতানির বিপরীতে আমদানির পরিমাণ ৮ হাজার ৬২১ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় সংসদে মেহেরপুর-২ আসনের সহিদুজ্জামানের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনুপস্থিতিতে এ তথ্য দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সংসদের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, শুধু ভারতই নয়, সার্কভূক্ত অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে ৪৭১ দশমিক ৪ মিলিয়ন ডলার, ভুটানের সঙ্গে ২৭ দশমিক ৯ মিলিয়ন ডলার, শ্রীলঙ্কার সঙ্গে ১৬ দশমিক ২ মিলিয়ন ডলার, মালদ্বীপের সঙ্গে ১২ দশমিক ৯ মিলিয়ন ডলার ও আফগানিস্তানের সঙ্গে ২ মিলিয়ন ডলার।
অন্যদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘দেশের সাড়ে ১৬ কোটি জনসংখ্যার জন্য প্রতিদিন ৫০৯ গ্রাম হিসাবে বছরে ৩০৬ লাখ ৫৫ হাজার টন খাদ্যশস্যের চাহিদা আছে। ২০১৭-১৮ অর্থবছরে ৩১৯ লাখ ২৬ হাজার টন চাল ও ৯ লাখ ৩৪ হাজার টন গম উৎপাদিত হয়েছে। বর্তমানে চাহিদার চেয়ে বেশি খাদ্যশস্য উৎপাদন হয়। তাই খাদ্যের কোনো ঘাটতি নেই।’