ভারতে মসজিদ-মাদরাসায় অগ্নিসংযোগ ও মুসলিম হত্যা বিশ্বব্যাপী অশান্তি সৃষ্টি করবে: চরমোনাই পীর

ভারতের উত্তরাখণ্ডের নৈনিতালের হলদোয়ানিতে মাদরাসা ও মসজিদ উচ্ছেদের লক্ষ্যে পরিকল্পিতভাবে আগুন ৪ জন মুসলিমকে শাহাদাত ও ৫ শতাধিক আহতের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমীর বলেন, ভারত পুরো ভারতবর্ষকে ইসলাম ও মুসলিম শূণ্য করার যে মিশন নিয়ে মাঠে নেমেছে, তা বলার অপেক্ষা রাখে না। এর আগে ভারতের মাদরাসাগুলোতে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার নামে সুকৌশলে মুসলমানদেরকে হিন্দু বানানোর গভীর চক্রান্তের অংশ হিসেবে মুসলমানদের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসায় হিন্দুগ্রন্থ পড়ানোর প্রস্তাব মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের নামান্তর। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। প্রত্যেক নাগরিক নিজ নিজ ধর্ম পালন করবে এটাই স্বাভাবিক। কিন্তু মুসলমানদের উপরে অন্য ধর্মের গ্রন্থ চাপিয়ে দেওয়া এটা অন্যায়। তিনি ভারতের সরকারকে মানবতার কল্যাণে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানান।

পীর সাহেব চরমোনাই বলেন, মসজিদ মাদরাসা সরকারি জমিতে মিথ্যা অজুহাত দিয়ে মসজিদ ও মাদরাসায় আগুন দিয়ে তা পুড়িয়ে ভুস্মিতভূত করা এবং মানুষ হত্যা ও আহত করে ভারত বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। এরফলে সম্প্রীতি বিনষ্ট করে অশান্তির দাবানল জ্বালানো হলো। এভাবে ভারত মসজিদ মাদরাসা ও মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সফল হবে না। ভারতের উগ্রতা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। মুসলমানরা বয়কট করলে ভারতের আখের রক্ষা হবে না। কাজেই সময় থাকতে ভারত মুসলিমবিদ্বেষ থেকে বেরিয়ে না আসলে চরম খেসারত দিতে হবে।

আগের সংবাদশবে বরাত কবে, জানা যাবে কাল
পরবর্তি সংবাদদেশের আকাশে শাবানের চাঁদ, জানা গেল কবে শবে বরাত