ভাস্কর্যের প্রতিবাদে শুক্রবার সম্মিলিত ইসলামী দলগুলোর বিক্ষোভ

ফাতেহ ডেস্ক:

ভাস্কর্যের নামে দেশব্যাপী মূর্তি স্থাপনের প্রতিবাদে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত ইসলামী দলসমূহ। কেন্দ্রীয়ভাবে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার সংগঠনটির এক বৈঠক থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

মাওলানা আবু তাহের জিহাদীর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সম্মিলিত ইসলামী দলসমূহের মহাসচিব ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আল্লামা জাফরুল্লাহ খান, ওলামা মাশায়েখ পরিষদের সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম, আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দীন রব্বানী, ইসলামি জনতার পার্টির সভাপতি মাওলানা আজিজুর রহমান আজিজ, খেলাফতে রব্বানীর আমির মুফতি ফয়জুল্লাহ আশরাফী, টেকেরহাটির পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, শর্শিনার ছোট পীর মাওলানা মাওলানা শাহ আরেফ বিল্লাহ সিদ্দিকি, মাওলানা আবুল কাসেম কাসেমী প্রমুখ।

আগের সংবাদধর্মের অপব্যাখ্যা করায় জিয়াউল হাসানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা
পরবর্তি সংবাদগত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২১৯৮, মৃত ৩৮