
ফাতেহ ডেস্ক:
ফরিদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৭) মদের বিষক্রিয়ায় মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গতকাল সোমবার বেলা ২টা ২০ মিনিটে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কেন্দ্রীয় ছাত্রলীগ দাবি করেছে, ওই নেতার মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়।
তবে ফরিদপুরের সাংবাদিকদের অনুসন্ধানে উঠে আসে, গেল বছরের ৯ নভেম্বর ফরিদপুর জেলার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। রাকিবুল ওই কমিটির সহসভাপতি। গতকাল সকাল ৯টা ১০ মিনিটে ৪২৭৮৩/২৩ সিরিয়ালে রাকিবুলকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আবির নামে তাঁর বন্ধু পরিচয় দেওয়া এক তরুণ তাঁকে ভর্তি করান। ভর্তির জায়গায় ‘পুলিশ কেস’ সিলমারা ছিল। ভর্তি করাতে এসে আবির জানিয়েছিলেন, বমির প্রবণতা থাকায় তাঁকে ভর্তি করা হচ্ছে।
হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী এক নারী গণমাধ্যজানান, ভর্তির সময় রাকিবুল আবিরকে বলছিলেন, ‘মদের সাথে কী খাওয়ালি? আমার বুক ও গলা জ্বলে যাচ্ছে।’ এরপর আবিরের কোনো সন্ধান পাওয়া যায়নি। হাসপাতালে আবিরের যে মুঠোফোন নম্বরটি দেওয়া, ফোন করে সেটি বন্ধ পাওয়া যায়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আসাদুজ্জামান বলেন, ‘বমির কথা বলে রাকিবুলকে ভর্তি করা হলেও তাঁর সমস্যা ছিল অ্যালকোহলজনিত বিষক্রিয়া। তাঁকে দ্রুত নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টা ২০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।’