মসজিদে কুরআনের দরস চালুর অনুমতি দিল কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক:

মসজিদে কোরআন পাঠের পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম পুনরায় চালু করা যেতে পারে বলে অনুমতি দিয়েছে কুয়েতের আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। আওকাফ এবং ইসলাম বিষয়ক মন্ত্রী ইসা আহমদ মোহাম্মদ হাসান আল-কান্দারি এই অনুমোদন দেন। খবর আল বালাদের।

তবে মন্ত্রী বলেছেন, মসজিদে সামাজিক দূরত্ব সহ প্রয়োজনীয় স্বাস্থ্য প্রোটোকল মেনে চলতে হবে।

আরব দেশে করোনা মহামারী নিয়ন্ত্রণে থাকায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য কুয়েতের পদক্ষেপের অংশ এই সিদ্ধান্ত। কাতার, আলজেরিয়া এবং মিশরের মতো অন্যান্য দেশেও মসজিদ খোলার অনুরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগের সংবাদ১৯ বছর পর ইজরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি বন্দি
পরবর্তি সংবাদঘানায় সমকাম বিষয়ক বিল, মুসলিমদের কঠোর বিরোধিতা