মহেশপুর সীমান্তে আটক আরও ৬

মহেশপুর সীমান্তে আটক আরও ৬

ফাতেহ ডেস্ক :

মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে শিশুসহ ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে রয়েছে- ১ জন পুরুষ, ১ জন নারী ও ৪ জন শিশু। তারা কক্সবাজার জেলার টেকনাফের বাসিন্দা।

বৃহস্পতিবার সকাল ৭টার সময় ঝিনাইদহ জেলার মহেশপুর কুসুমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬১/১৮-হতে ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ১০ মাস পূর্বে তারা চিকিৎসার জন্য ভারতে যান। সেখান থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে তাদেরকে আটক করা হয়।

আটক ৬ জনকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এ নিয়ে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট ২৪৮ জনকে আটক করা হয়েছে।

আগের সংবাদঐহিত্যবাহী সোবহানবাগ জামে মসজিদ ১০ তলা করে দিচ্ছে সরকার
পরবর্তি সংবাদনুসরাতের ভিডিও ছড়ানো মামলায় ওসি মোয়াজ্জেমের ৮ বছর কারাদণ্ড