
ফাতেহ ডেস্ক :
মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে শিশুসহ ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে রয়েছে- ১ জন পুরুষ, ১ জন নারী ও ৪ জন শিশু। তারা কক্সবাজার জেলার টেকনাফের বাসিন্দা।
বৃহস্পতিবার সকাল ৭টার সময় ঝিনাইদহ জেলার মহেশপুর কুসুমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬১/১৮-হতে ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ১০ মাস পূর্বে তারা চিকিৎসার জন্য ভারতে যান। সেখান থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে তাদেরকে আটক করা হয়।
আটক ৬ জনকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ নিয়ে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট ২৪৮ জনকে আটক করা হয়েছে।