
ফাতেহ ডেস্ক :
ময়মনসিংহের আকুয়া মারকাজে আজ শুক্রবার থেকে তিন দিনের ইজতেমা পূর্ববর্তী জোড় শুরু হতে যাচ্ছে। জোড়ে ১৮ জেলা অংশ নেয়ার কথা থাকলেও ১৭টি জেলা অংশ নিচ্ছে। ঢাকা কাকরাইল শুরার মাশওয়ারায় এ সিদ্বান্ত নেয়া হয়।
আগত মুসল্লিদের পদচারণায় ইতোমধ্যেই জোড়ের ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
এই জোড়ে অংশ নিয়েছে- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, গাজীপুর, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা,বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলার সাথীরা।
এদিকে, জোড় উপলক্ষে আকুয়া মারকাজের আশেপাশে প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃংখলা রক্ষায় ময়মনসিংহ জেলা প্রশাসন করছে সার্বিক সহযোগিতা। আগত মুসল্লিদের নিরাপত্তায় নেয়া হয়েছে নানা উদ্যোগ।